আজকাল ওয়েবডেস্ক: যুদ্ধবিরতি হলেও পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পিছপা নয় ভারত। মঙ্গলবার পাক হাই কমিশনের এক আধিকারিকের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে নয়াদিল্লি। ওই পাক আধিকারিককে আগামী ২৪ ঘন্টার মধ্যে ভারত ছাড়র নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সরকারি কাজের বাইরেও ওই পাক আধিকারিক অন্যান্য কাজে জড়িত ছিলেন বলে অভিযোগ। এমনই জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের তরপে।

বিদেশ মন্ত্রকের বিবৃতিতে উল্লেখ, 'ভারত সরকার নয়াদিল্লিতে পাকিস্তান হাই কমিশনে কর্মরত একজন পাকিস্তানি আধিকারিককে ভারতে তাঁর সরকারি মর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এমন কার্যকলাপে লিপ্ত থাকার জন্য অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করেছে। ওই আধিকারিককে ২৪ ঘন্টার মধ্যে ভারত ত্যাগ করতে বলা হয়েছে। পাকিস্তান হাই কমিশনের চার্জ ডি' অ্যাফেয়ার্সকে আজ এই মর্মে একটি ডিমার্চ জারি করা হয়েছে।'

 

?ref_src=twsrc%5Etfw">May 13, 2025

তবে, সরকার অভিযুক্ত পাক হাই কমিশনের আধিকারিকের পরিচয় এবং অসদাচরণের বিস্তারিত বিবরণ প্রকাশ করেনি।

পহেলগাঁতে সন্ত্রাসবাদী হামলার জবাবে পাকিস্তান এবং পাক-অধিকৃত-কাশ্মীরে নয়টি জঙ্গি ডেরা ধ্বংস করার জন্য নয়াদিল্লি অপারেশন সিঁদুর অভিযান চালায়। এরপর ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র সংঘাতের মধ্যে এই পদক্ষেপ করা হল। 

গত ২৩শে এপ্রিল, পাকিস্তানের বিরুদ্ধে ভারত একাধিক কূটনৈতিক আক্রমণাত্মক পদক্ষেপের ঘোষণা করেছিল, যার মধ্যে রয়েছে নয়াদিল্লিতে পাকিস্তানের হাই কমিশনের কর্মকাণ্ড কমিয়ে আনা, সমস্ত পাকিস্তানি প্রতিরক্ষা, নৌ এবং বিমান উপদেষ্টাদের এ দেশ থেকে বহিষ্কার করা। পাকিস্তানে অবস্থিত ভারতীয় হাই কমিশনের কূটনীতিকদেরও বহর ছোট করে দেওয়া হয়।